Disclaimer

Present Tech BD ওয়েবসাইটের সাধারণ কিছু (Disclaimer) বা দাবিত্যাগ সমূহ

আমাদের Present Tech BD ওয়েবসাইটে ওয়েব ডেভেলপমেন্ট, এসইও এবং ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত সার্ভিসের পাশাপাশি বিভিন্ন বিষয়ে আর্টিকেল প্রকাশ করা হয়ে থাকে। আমাদের Present Tech BD ওয়েবসাইটের আর্টিকেল গুলো বিশ্বাসযোগ্য এবং অন্যদের চাইতে ইউনিক। আমাদের ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো এডমিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে।

তথ্যের যথার্থতা (Accuracy of Information)

আমাদের Present Tech BD ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত ইনফরমেশন গুলো অত্যন্ত অথেন্টিক এবং নির্ভুলতার সাথে প্রকাশ করার চেষ্টা করা হয়। যদিও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সে কারণে কোন ইনফরমেশন বা তথ্য একটু মিস্টেক হতেও পারে।

যদিও আমাদের ওয়েবসাইটে কোন ভুল তথ্য প্রকাশ করা হয় না। তথ্য প্রকাশের পূর্বে সেই তথ্য যাচাই বাছাই করে তথ্যটি প্রকাশ করা হয়। ওয়েবসাইটের আর্টিকেলগুলো পাঠকদের জানানোর উদ্দেশ্যেই লেখা হয়। যেহেতু, ওয়েবসাইটটি বিভিন্ন বিষয়ের তথ্য নিয়ে কাজ করে তাই কিছু তথ্য একটু ভুল হওয়াটাই স্বাভাবিক, তাই না? তাই একদম শতভাগ নির্ভুলতা, সঠিকতা, সম্পূর্ণতা এবং নির্ভরযোগ্যতার গ্যারান্টি ওয়েবসাইটটি দেয় না।

আপনি ওয়েবসাইটে যে তথ্য পান তার উপর আপনি যদি কোনো পদক্ষেপ গ্রহণ করেন তা কঠোরভাবে আপনার নিজের ঝুঁকিতে করতে হবে। আমাদের  ওয়েবসাইট ব্যবহারের সাথে সম্পর্কিত কোনো ক্ষতি অথবা ক্ষতির জন্য দায়ী থাকবে না এবং কোন প্রকার দায়ভার নিবে না।

পাশাপাশি ওয়েবসাইটের তথ্যের উপর ভিত্তি করে যদি আপনার কোন লস হয় অথবা আপনি যদি কোন ক্ষতির সম্মুখীন হন তবে তার দায়বদ্ধতা বা দায়ভার ওয়েবসাইট কখনোই বহন করবে না।

আবার, যদি গবেষণা করতে গিয়ে আপনার ওপর কোন প্রকার নেতিবাচক প্রভাব পড়ে তার দায়বদ্ধতা বা দায়ভারও ওয়েবসাইট কখনোই বহন করবে না। এটা একান্তই আপনার নিজের দায়িত্বে আপনাকে সম্পন্ন করতে হবে। ওয়েবসাইটের বিভিন্ন তথ্য শুধুমাত্র পাঠকদের সহায়তা এবং জানানোর উদ্দেশ্যে কিংবা সতর্কতার উদ্দেশ্যেই দেওয়া হয়ে থাকে।

আর আপনি যদি এগুলো ব্যবহারের দ্বারা ব্যক্তিগতভাবে ক্ষতির সম্মুখীন হন তার দায়িত্বও Present Tech BD ওয়েবসাইট নেবেনা। এটিও আপনার নিজের ঝুঁকিতেই করতে হবে। এখন আপনি যদি এই সকল (Disclaimer) দাবিত্যাগে সমর্থ হন তবেই ওয়েবসাইটের ইনফরমেশন বা তথ্য ব্যবহার করতে পারেন। আর ওয়েবসাইটের বেশ কিছু নীতিমালাও রয়েছে আপনি চাইলে সেগুলো পড়তে পারেন। ধন্যবাদ।

সম্মতি (consent)

ওয়েবসাইটের সকল আর্টিকেল বা সকল তথ্য সবার জন্য উন্মুক্ত। তবে এখানে যে Disclaimer বা দাবিত্যাগ গুলো দেওয়া হল তা অবশ্যই সকলের জন্যই পালনীয়। আপনি Present Tech BD ওয়েবসাইটটি ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই এই (Disclaimer) দাবিত্যাগ গুলো মেনে চলতে হবে। এই (Disclaimer) দাবিত্যাগ গুলো মেনে আপনি অবশ্যই এই ওয়েবসাইটের সকল তথ্য নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন।

কপিরাইট নীতি (Copyright Policy)

শুধুমাত্র ওয়েবসাইটে পোস্ট করা সমস্ত তথ্য "Present Tech BD" এর অন্তর্গত। কোনো কারণে এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো নিবন্ধ বা পৃষ্ঠার বিষয়বস্তু কপি করা যাবে না, এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোন ইনফরমেশন বা তথ্যকে আপনি হুবহু বা আংশিক কপি করে অন্য কোথাও পাবলিশ করতে পারবেন না।

ওয়েবসাইটের আর্টিকেল গুলো পড়ে শুধু ধারণা নিতে পারবেন। আর যদি কোনো পোস্ট বা পৃষ্ঠার বিষয়বস্তু নকল করে অন্য কোথাও প্রকাশ করা হয়, তাহলে "Present Tech BD" ওয়েবসাইটে একটি (DoFollow) লিঙ্ক অন্তর্ভুক্ত করে ক্রেডিট দিতে হবে। আপনি যদি পোস্ট কপি করে যদি কোন ক্রেডিট না দেন এবং এডমিনকে না জানিয়ে আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন তাহলে এই কাজের জন্য আপনার ওপর কঠোর এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় নিয়ন্ত্রণ (Editorial Control)

নিবন্ধগুলিতে প্রকাশিত মতামতগুলি সংশ্লিষ্ট লেখকদের এবং Present Tech BD এর মতামতকে প্রতিফলিত করে না। আমরা সম্পাদকীয় সততা বজায় রাখার এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করার চেষ্টা করি।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Present_Tech_BD এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url